ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইভ্যালিতে এলো ইউনিমার্ট সুপার শপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
ইভ্যালিতে এলো ইউনিমার্ট সুপার শপ

ঢাকা: অন্যতম জনপ্রিয় সুপার শপ ইউনিমার্টের বিভিন্ন পণ্য এখন থেকে ইভ্যালি ডটকম ডট বিডিতে পাওয়া যাবে। ই-কমার্সভিত্তিক দেশের অন্যতম শীর্ষ অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালিতে ইউনিমার্টের শপ থেকে পণ্য অর্ডার করে হোম ডেলিভারি পাবেন গ্রাহকেরা।

বুধবার (২৯ জুলাই) ইভ্যালির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি প্রতিষ্ঠান দু'টির মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়। এর আলোকে ইউনিমার্টের গুলশান ও ধানমন্ডি শাখার পণ্য ইভ্যালিতেই অর্ডার করতে পারবেন গ্রাহকেরা। গ্রাহকদের জন্য ক্যাশব্যাকের মতো আকর্ষণীয় অফার থাকবে বলেও জানিয়েছে ইভ্যালি।

রাজধানীর সাতারকুল ইউনাইটেড সিটিতে স্বাক্ষরিত এ চুক্তিপত্রে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং ইউনাইটেড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনিমার্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তজা জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

এসময় অন্যান্যদের মধ্যে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল, পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সাবরিনা নাসরিন, হেড অব করপোরেট বিজনেস সিরাজুল রানা এবং ইউনিমার্টের সহকারী মহাব্যবস্থাপক আতাউল্লাহ রিপন, হেড অব ই-কমার্স রাশেদুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপক দিলরুবা আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবিষয়ে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, ইউনিমার্ট দেশের ভোক্তা শ্রেণির কাছে অন্যতম জনপ্রিয় একটি সুপার চেইন শপ। গ্রোসারির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে ফ্যাশন আইটেক, ইলেকট্রনিক্স এবং শুকনো খাবারের পণ্য পাওয়া যায় তাদের স্টোরে। সেগুলোই এখন ইভ্যালির মাধ্যমে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন গ্রাহকেরা। আমরা চাই গ্রাহকেরা ঘরে থেকেই যেন সর্বাধিক সংখ্যক পণ্য ইভ্যালিতে কিনতে পারেন। সম্পূর্ণ ই-কমার্সভিত্তিক একটি ইকো-সিস্টেম তৈরি করছি আমরা। ইউনিমার্টের আমাদের সঙ্গে যুক্ত হওয়াতে আমরা সেই সক্ষমতা অর্জনে আরও একধাপ এগিয়ে গেলাম। অন্যদিকে ইভ্যালির নিবন্ধিত ৩৫ লক্ষাধিক গ্রাহকদের থেকে ইউনিমার্টও দারুণ একটা অনলাইন সেল পাবে বলে আমরা আশা করছি।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।