ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজধানীর ওয়ারলেস মোড়ে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
রাজধানীর ওয়ারলেস মোড়ে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজধানীর মৌচাক শাখার অধীনে ওয়ারলেস মোড়ে উপশাখা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ইসলামী ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, সোমবার ইসলামী ব্যাংকের মৌচাক শাখার অধীনে ওয়ারলেস মোড় উপশাখা উদ্বোধন করা হয়। পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ডিরেক্টর ও বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস জামান আরা বেগম প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।  

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিম গ্রুপের ডিরেক্টর মো. আইনুল হক, ইনতেফার ডিরেক্টর মীর জাহাঙ্গীর আলম এবং নূর স্টিল পাইপসের স্বত্বাধিকারী মো. হোমাঊন কবির হোমাঊন।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মৌচাক শাখাপ্রধান মো. জাকির হোসাইন।  

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখার ইনচার্জ মো. নূরুন্নবী। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।