ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাড়া ফেলেছে সাতক্ষীরা জেলা প্রশাসনের অনলাইন গরুর হাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
সাড়া ফেলেছে সাতক্ষীরা জেলা প্রশাসনের অনলাইন গরুর হাট

সাতক্ষীরা: করোনা সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব নিশ্চিতে ও হাটে জনসমাগম কমানোর লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা অনলাইন গরুর হাট  brandszone.com.bd  থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এক হাজার ৩৮৩টি কোরবানির পশু বিক্রি হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল নিজেই এ অনলাইন গরুর হাট থেকে পছন্দ মতো কোরবানির পশু কিনেছেন।

এর আগে বৃহস্পতিবার কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীও অনলাইন পশুর হাট থেকে কোরবানির গরু ক্রয় করেন।

সবমিলিয়ে প্রথমবারের মতো এই অনলাইন পশুর হাট সাতক্ষীরায় বেশ সাড়া ফেলেছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, অনলাইন হাটে সাতক্ষীরা সদর উপজেলার ৮৭৫টি কোরবানির পশুর তথ্য আপলোড করা হয়েছিল, বিক্রি হয়েছে ৫৮১টি। যার মূল্য ৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।

কালিগঞ্জে ৮৭৪টি পশুর তথ্য আপলোড করা হয়। বিক্রি হয়েছে ৫৬২টি। যার মূল্য ৩ কোটি ৯৩ লাখ টাকা।  

আশাশুনিতে ২৩৩টি পশুর তথ্য আপলোড করা হয়। এর মধ্যে ৩৮টি বিক্রি হয়েছে। যার মূল্য ১৮ লাখ ৮৪ হাজার টাকা।

শ্যামনগরে ৪৭৫টি পশুর তথ্য আপলোড করা হয়েছে। এর মধ্যে বিক্রি হয়েছে ১১৭টি পশু। যার মূল্য ৯৭ লাখ ৬৬ হাজার টাকা।

দেবহাটায় ২১০টি পশুর তথ্য আপলোড করা হয়, এর মধ্যে ৫৩টি বিক্রি হয়েছে। যার মূল্য ৩৬ লাখ ১৩ হাজার ৬৬৬ টাকা।

কলারোয়ায় ৪৮৮টি পশুর তথ্য আপলোড করা হয়, এর মধ্যে ৩২টি বিক্রি হয়েছে। যার মূল্য ২৮ লাখ টাকা। এছাড়া তালায় ২৭২টি পশুর তথ্য আপলোড হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, আমি নিজেই অনলাইন গরুর হাট থেকে কোরবানির উদ্দেশে পছন্দমত গরু কিনেছি। শারীরিক দূরত্ব নিশ্চিত করে অনলাইন গরুর হাট থেকে কেনাকাটা করোনা সংক্রমণ রোধে কার্যকর ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সাতক্ষীরা জেলা প্রশাসনের এই অনলাইন গরুর হাট (brandszone.com.bd) উদ্বোধন করেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।