ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাথরের চাহিদা পূরণে বাংলাবান্ধা স্থলবন্দরে নতুন সময়সূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
পাথরের চাহিদা পূরণে বাংলাবান্ধা স্থলবন্দরে নতুন সময়সূচি

পঞ্চগড়: করোনার দোহাই দিয়ে দেশের একমাত্র চতুর্দেশীয় (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান) স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে আমদানি করা পাথরের দাম বাড়িয়ে দিয়েছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।  

করোনার এ সময়ে পাথরের দাম ঠিক রাখা ও চাহিদা পূরণে কাস্টমস বরাবর জরুরি ভিত্তিতে চিঠি দিয়েছিল পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।

অতপর, সেই চিঠির পরিপ্রেক্ষিতে পাথরের চাহিদা পূরণসহ সরকারি রাজস্ব আয় বাড়াতে বৈদেশিক গাড়ি প্রবেশে নতুন সময় বেধে দিয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (২১ এপ্রিল) বিকেলে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

মেহেদী হাসান খান বাবলা বাংলানিউজকে বলেন, করোনার এসময় কিছু অসৎ ব্যবসায়ী পাথরের দাম বাড়িয়ে দিয়েছেন। যার কারণে বন্দরের আগামীদিনের কথা চিন্তা করে দাম যেন বাড়ানো না হয়, সে কারণে এবং সরকারের রাজস্ব আয় নিশ্চিত করতে বিশেষ বিবেচনায় আমদানিকৃত বৈদেশিক গাড়ির প্রবেশ আগের মতো রাখতে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট কাস্টমসের উপ-কর কমিশনার বরাবর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আলী আহসান ২১ এপ্রিল বুধবার থেকে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদেশি গাড়ি বাংলাদেশে প্রবেশ করবে বলে আমাকে টেলিফোনে নিশ্চিত করেন।

তিনি আরও জানান, পরে নতুন সময়ে আমদানি পণ্যবাহী গাড়ি বন্দরে প্রবেশে কাস্টমস কর্তৃপক্ষের সম্মতির বিষয়টি সব স্টেকহোল্ডারকে মৌখিক বা লিখিতভাবে জাননো হয়। করোনা সংক্রমণ বাড়ায় সরকার ঘোষিত লকডাউনের কারণে গত ১৪ এপ্রিল থেকে স্বাভাবিক সময়ের চেয়ে দেড় ঘণ্টা কমিয়ে বিকেল ৩টা পর্যন্ত আমদানি পণ্যবাহী গাড়ি ঢোকার অনুমতি ছিল। কিন্তু একে সুযোগ হিসেবে নিয়ে কিছু ব্যবসায়ী পাথরের দাম বাড়িয়ে দেন। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য আগের মতো সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদেশি গাড়ি ঢোকার অনুমতি দিল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।