ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় খুলেছে মার্কেট-দোকানপাট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
খুলনায় খুলেছে মার্কেট-দোকানপাট খুলনায় খুলেছে মার্কেট-দোকানপাট। ছবি: বাংলানিউজ

খুলনা: করোনা পরিস্থিতিতে ১১ দিন বন্ধ রাখার পর খুলনায় মার্কেট, শপিংমল ও দোকানপাট খুলে দেওয়া হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী খুলে দেওয়া হয় দোকানপাট।

এখন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলা রাখা হবে।

এদিকে মার্কেট খুলে দেওয়ার পর রেলওয়ে মার্কেট, শপিং কমপ্লেক্স, জলিল মার্কেট, হকার্স মার্কেট, ডাকবাংলা মোড়, পিকচার প্যালেস মোড়, মশিউর রহমান মার্কেট, কবি কাজী নজরুল ইসলাম মার্কেট, এসএম এ রব শপিং মার্কেট, দরবেশ চেম্বার, নান্নু সুপার মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেটে ঈদের আগাম কেনাকাটা করতে অনেক ক্রেতাই ভিড় করছেন।

স্বাস্থ্যবিধি মেনে সব মার্কেটের দোকান-পাট খোলার কথা থাকলেও, তা মানছেন না অনেকেই। কোনো কোনো মার্কেটের প্রবেশপথে নিরাপত্তারক্ষীরা হাতে স্যাভলন মিশ্রিত পানি ছিটাচ্ছেন। দোকানগুলোতে নেই শারীরিক দূরত্ব। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক থাকলেও, সেটা অনেকের থুতনির নিচে স্থান পেয়েছে।

এসএমএ রব শপিং মার্কেটের বিসমিল্লাহ বস্ত্র বিতানের মালিক কামাল হোসেন বাংলানিউজকে বলেন, মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট-শপিংমলগুলো খুলে দেওয়া হয়েছে। যা প্রতিদিন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ঈদের যারা আগাম কেনাকাটা করেন তারা অনেকেই মার্কেটে এসেছেন। যার কারণে বেচা কেনাও মোটামুটি ভালো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
এমআরএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।