ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চলতি বাজেটে নতুন নির্মাণ কাজে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
চলতি বাজেটে নতুন নির্মাণ কাজে নিষেধাজ্ঞা

ঢাকা: চলতি অর্থবছরের (২০২০-২১) পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় নতুন কোনো পূর্ত কাজের (নির্মাণ/স্থাপন) কার্যাদেশ দিতে নিষেধাজ্ঞা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের (ব্যয় ব্যবস্থাপনা-শাখা৬) সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ ইসমাঈল স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, চলমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা ও সরকারের কৃচ্ছসাধন নীতির আলোকে চলতি অর্থবছরের (২০২০-২১) অবশিষ্ট সময়ে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় নতুন কোনো পূর্ত কাজ (নির্মাণ/স্থাপন) এর কার্যাদেশ দেওয়া যাবে না।

তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় এই পরিপত্রের আওতার বহির্ভূত থাকবে। একই সঙ্গে এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।