ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পেশায় আইনজীবী, হচ্ছেন ব্যবসায়ীদের নেতা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মে ৪, ২০২১
পেশায় আইনজীবী, হচ্ছেন ব্যবসায়ীদের নেতা!

ঢাকা: গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার সাদত সরকার পেশায় একজন আইনজীবী। নিজের নেই কোনো ব্যবসা প্রতিষ্ঠান।

তারপরও তিনি হচ্ছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক। তাও আবার বিনা ভোটে।

বুধবার (৫ মে) নির্বাচন কমিশন বিনা ভোটে নির্বাচিত পরিচালকদের বিজয়ী হিসেবে ফলাফল ঘোষণা করবেন।

শুধু আনোয়ার সাদত একা নন, এফবিসিসিআইয়ের দ্বিবার্ষিক নির্বাচনে পরিচালক হিসেবে বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন সবাই। পরিচালকের যতগুলো পদ রয়েছে তার বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় এটি সম্ভব হয়েছে।

নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য শামসুল আলম বাংলানিউজকে পদের চেয়ে বেশি প্রার্থী না থাকায় পরিচালক পদে ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না। ৫ মে বিকেলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে প্রতিদ্বন্দ্বিতাহীন প্রার্থীদের বিজয়ী হওয়ার মাধ্যমে আগামীতে এফসিসিআইর পরিচালকদের নেতৃত্ব নিয়ে ভোটাররা হতাশা প্রকাশ করেছেন।

ভোটাররা বলেছেন, এক সময় এফবিসিসিআই নির্বাচন মতিঝিলে উৎসব তৈরি হতো। পরিচালকসহ সব পদে হতো সরাসরি নির্বাচন। এখন সরকারপন্থি ছাড়া কারও এই সংগঠনের পরিচালক হওয়ার সুযোগ নেই। সরকারের সমর্থন নিয়ে কীভাবে দলমত নির্বিশেষে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে তা নিয়ে পরিচালকদের প্রতি সংশয় তৈরি হয়েছে।

এফসিসিআইর নবনির্বাচিত পরিচালক ও গাজীপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার সাদত একজন আইনজীবী হলেও তার ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি গাজীপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রির ওয়েবসাইটে গিয়ে। স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধিরাও তার ব্যবসা সর্ম্পকে কিছু বলতে পারেননি।

এ বিষয়ে আনোয়ার সাদতের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ০৪, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।