ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘লকডাউনে’ রাজস্ব আদায় জরুরি পরিষেবার আওতাভুক্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মে ১৬, ২০২১
‘লকডাউনে’ রাজস্ব আদায় জরুরি পরিষেবার আওতাভুক্ত

ঢাকা: সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর/সংস্থা জরুরি পরিষেবার আওতাভুক্ত হবে বলে বিধিনিষিধের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

রোববার (১৬ মে) মন্ত্রিপরিষদ বিভাগ আগামী ১৭ থেকে ২৩ মে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, এ সময়ে সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর/সংস্থাগুলো জরুরি পরিষেবার আওতাভুক্ত হবে।

প্রজ্ঞাপনে আগের সব বিধিনিষেধের শর্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এ বিধিনিষেধ চলাকালে লঞ্চ, ট্রেন এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে জেলার ভেতরে বাস চলবে। দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ১৬, ২০২১
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।