ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মিনিস্টার ও পল্লীবাজার ডট কমের মধ্যে সমঝোতা চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মে ২৫, ২০২১
মিনিস্টার ও পল্লীবাজার ডট কমের মধ্যে সমঝোতা চুক্তি

ঢাকা: সম্প্রতি গুলশানস্থ মিনিস্টার গ্রুপের হেডকোয়ার্টারে মিনিস্টার ও পল্লীবাজার ডট কমের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মিনিস্টার গ্রুপের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক গোলাম শাহরিয়ার কবীর।

এ সময় উপস্থিত ছিলেন- করপোরেট সেলস হেড বদরুল আলম চৌধুরী শোয়েবসহ মিনিস্টার গ্রুপের করপোরেট সেলস টিমের কর্মকর্তারা।

পল্লীবাজার ডট কমের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন চিফ এক্সিকিউটিভ অফিসার মহিউদ্দীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন- হেড অব অপারেশন রোকনুজ্জামান রিয়াজ, হেড অব মার্কেটিং কাজী রাফসান হাসিন ও ম্যানেজার অপারেশন আবুল কালাম আজাদ।  

এখন থেকে পল্লীবাজার ডট কমের অনলাইন সাইট থেকে মিনিস্টার গ্রুপের উৎপাদিত সব ইলেকট্রনিক্স ও হিউম্যান কেয়ার পণ্য ক্রেতারা সহজেই ক্রয় করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মে ২৫, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।