ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মে ২৫, ২০২১
রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৫ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়।

 

বাজেট ধরা হয়েছে ৩ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার টাকা ৬শ টাকা। এতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ৬শ টাকা। উদ্ধৃত ধরা হয়েছে ২৮ লাখ ৩১ হাজার টাকা।  

বাজেট অনুষ্ঠানে দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহাসন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন খাঁন।  

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল কাউয়ুম বঙ্গবাসী, সফিকুর রহমান খাঁন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, ঢাকা হকার্সলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন কমল, ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আমিন রানা, ইউপি সদস্য সফিকুল ইসলাম, রাজ্জাক শিকদার, আরিফুল হক সাগর, হাসিবুর রহমান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ২৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।