ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দ্বিতীয়বার স্প্রিন্ট অ্যাক্টিভের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ২৬, ২০২১
দ্বিতীয়বার স্প্রিন্ট অ্যাক্টিভের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

ঢাকা: টানা দ্বিতীয়বারের মতো স্প্রিন্ট অ্যাক্টিভের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া।

বুধবার (২৬ মে) এপেক্স থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (১৯ মে) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সঙ্গে জামাল ভূইয়ার চুক্তি সই হয়। যার মেয়াদ থাকবে ২০২২ সালের ১৮ মে পর্যন্ত।  স্প্রিন্ট, এপেক্সের অ্যাথলিজার ব্র্যান্ড, যা অ্যাক্টিভ লাইফস্টাইকে প্রমোট করে এবং দৈনন্দিন জীবনে ফিটনেস এবং পারফরম্যান্সকে উৎসাহিত করে।

এই সাইনিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন এপেক্সের হেড অব ব্র্যান্ড ইব্নে আবু জায়েদ, অ্যাসিস্ট্যান্ট  ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) মো. জসিম উদ্দীন, ব্র্যান্ড এক্সিকিউটিভ মি. প্রান্ত চন্দ্র শীল।

এপেক্স বিশ্বাস করে, স্প্রিন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জামাল ভূইয়ার এই অসাধারণ যাত্রা অব্যাহত থাকবে এবং এই ধারাবাহিক কাজের মাধ্যমে স্প্রিন্ট আরও উচ্চতা অর্জন করবে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মে ২৬, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।