ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল-পেট্রাপোল বন্দরে একদিন পর আমদানি-রপ্তানি শুরু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মে ২৭, ২০২১
বেনাপোল-পেট্রাপোল বন্দরে একদিন পর আমদানি-রপ্তানি শুরু ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে একদিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। এছাড়া ভারতে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে দেশে ফিরছেন।

বৃহস্পতিবার (২৭ মে) সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি সচল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বাংলানিউজকে বলেন, বুধবার (২৬ মে) বৌদ্ধ পূর্ণিমার একদিন সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। বৃহস্পতিবার ছুটি শেষ হওয়ায় এপথে পুনরায় সচল হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বাংলানিউজকে বলেন, ২৬ মে বৌদ্ধ পূর্ণিমার সরকারি ছুটিতে বেনাপোল-পেট্রোপোল বন্দরে মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সচল ছিল দু’দেশের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী শুধু মাত্র দু’দেশে আটকা পড়া পাসপোর্ট যাত্রীরা এনওসি নিয়ে দেশে ফিরতে পারছেন। এছাড়া ভারতে আটকা পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরলে নিজ খরচে ১৪ দিন থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ২৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।