ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্ত্রী সন্তানসহ রাবি উপাচার্যের ব্যাংক হিসাব তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, মে ২৭, ২০২১
স্ত্রী সন্তানসহ রাবি উপাচার্যের ব্যাংক হিসাব তলব অধ্যাপক এম আব্দুস সোবহান

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও তার স্ত্রী সন্তানসহ ৫ জনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এসব ব্যক্তিদের লেনদেনের প্রয়োজনীয় তথ্য ১ জুনের মধ্যে পাঠানোর অনুরোধ জানিয়ে ব্যাংকগুলোকে চিঠি পাঠিয়েছে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল।

 

চিঠিতে অধ্যাপক এম আব্দুস সোবহান ছাড়াও তার স্ত্রী মনোয়ারা সোবহান, পুত্র মুশফিক সোবহান কন্যা সানজানা সোবহান ও মেয়ের জামাই এটিএম শাহেদ পারভেজেরে ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর।  

চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত ব্যক্তিদের একক বা যৌথ নামে অথবা তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সঞ্চয়ী, চলতি হিসাব, আমানত, স্থায়ী আমানত, ঋণ থাকলে তার সমস্ত তথ্য জাতীয় রাজস্ব বোর্ডকে পাঠাতে হবে।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, মে ২৭, ২০২১
এসই/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।