ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আম চাষিদের এসআইবিএলের বিনিয়োগ বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুন ২, ২০২১
আম চাষিদের এসআইবিএলের বিনিয়োগ বিতরণ আম চাষিদের এসআইবিএলের বিনিয়োগ বিতরণ

ঢাকা: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) উদ্যোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার আম চাষিদের মধ্যে ৪ শতাংশ মুনাফায় বিনিয়োগ বিতরণ করা হয়েছে।  

বুধবার (২ জুন) এসআইবিএল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা সহায়তার আওতায় এসআইবিএল ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংস্থা উত্তরণ ও জাগরণী চক্র ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই ৪ শতাংশ মুনাফায় প্রায় অর্ধশত আম চাষির মধ্যে বিনিয়োগ বিতরণ করা হয়।  

অনুষ্ঠানে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. নূরুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সোশ্যাল ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. রাশিদুল ইসলাম ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কমোডিটি ম্যানেজার ড. নাজমুননাহার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুন ০২, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।