ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফার্মেসিতে বিকাশ পেমেন্টে ৫ শতাংশ ক্যাশব্যাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জুন ২, ২০২১
ফার্মেসিতে বিকাশ পেমেন্টে ৫ শতাংশ ক্যাশব্যাক ...

ঢাকা: দেশজুড়ে ২০০টি ফার্মেসিতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী কিনে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক মাসে ৫০ টাকা করে দুইমাসে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

১ জুন চালু হওয়া অফারটি চলবে ৩১ জুলাই, ২০২১ পর্যন্ত।  

একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ২৫ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।  

সর্বোচ্চ ২টি লেনদেন করতে পারবেন প্রতি মাসে। অফারটি পাওয়া যাবে বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করে।

বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে সরাসরি কিউআরকোড স্ক্যান করে অথবা অ্যাপের হোম স্ক্রিনের ‘মেক পেমেন্ট’ আইকন থেকে মার্চেন্ট নম্বর টাইপ করে পেমেন্টের পরিমাণ ও বিকাশ পিন দিয়ে লেনদেনটি সম্পন্ন করা যাবে।

৫ শতাংশ ক্যাশব্যাক অফারের বিস্তারিত এবং এই ক্যাম্পেইনের আওতাভুক্ত ফার্মেসিগুলোর নাম-ঠিকানা জানা যাবে https://www.bkash.com/bn/offers_pharmacy ওয়েবসাইটে।

 বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুন ২, ২০২১
এসই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।