ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুড়িগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৩ লাখ ২৯ হাজার শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জুন ৩, ২০২১
কুড়িগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৩ লাখ ২৯ হাজার শিশু

কুড়িগ্রাম: কুড়িগ্রামে এবার ৩ লাখ ২৯ হাজার ১৩৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে কুড়িগ্রাম সিভিল সার্জন হলরুমে সাংবাদিকদের সঙ্গে স্বাস্থ্য বিভাগের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।

ওরিয়েন্টেশন চলাকালে বক্তব্য রাখেন- ডিপুটি সিভিল সার্জন ডা. বোরহান উদ্দিন, তথ্য অফিসের উপ-পরিচালক নুরুন্নবী খন্দকার, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব নীলু প্রমুখ।

ওরিয়েন্টেশনে জানানো হয়, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জেলায় ১৮৭৩টি কেন্দ্রে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৯২ হাজার ৯৩১ জন শিশুকে লাল রঙের এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৩৬ হাজার ২২ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুন ০৩, ২০২১
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।