ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টানা ৫মবারের মতো খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুন ৭, ২০২১
টানা ৫মবারের মতো খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিন

খুলনা: টানা পঞ্চমবারের মতো খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী আমিনুল হক।

সোমবার (৭ জুন) সভাপতি পদে নির্বাচনে একজন মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন বোর্ড তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করেন।

একইভাবে সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতির দুটি পদে একজন করে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাদেরও বিনা প্রতিদ্বন্দ্বিতায়নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু ও মোস্তফা জেসান ভুট্টো।

এর আগে গত ৯ মে পরিচালকের ২৪টি পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরিচালকদের ভোটে সোমবার সভাপতি নির্বাচিত হওয়ার কথা ছিলো। কিন্তু অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় ভোট হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ০৭, ২০২১
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।