ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা সহায়তা তহবিলে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৫ কোটি টাকা অনুদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুন ১১, ২০২১
করোনা সহায়তা তহবিলে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৫ কোটি টাকা অনুদান ...

বাগেরহাট: প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে ৫ কোটি টাকা অনুদান দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।  

শুক্রবার (১১ জুন) বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-সচিব মো. মাকরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রয়োজনে কাজ করে যাচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতায় মুজিব বর্ষের অঙ্গিকার “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”  প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহৎ কার্যক্রম সফল করতে এবং করোনা কালীন স্বাস্থ্যসেবা ও সার্বিক কাযক্রমকে তরান্বিত করতে মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে ৫ কোটি টাকা দেওয়া হয়েছে। ভবিষ্যতে মোংলা বন্দর কর্তৃপক্ষ এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি।
 
 বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ১১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।