ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিএসই শরিয়াহ সূচকে ১৩ কোম্পানি যুক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জুন ১৬, ২০২১
সিএসই শরিয়াহ সূচকে ১৩ কোম্পানি যুক্ত

ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ সূচক সমন্বয় করে নতুন ১৩টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং আগের আটটি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুন) সিএসই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই), অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বঙ্গজ, বিকন ফার্মাসিউটিক্যালস, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ই-জেনারেশন, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, লুব-রেফ (বাংলাদেশ), মিথুন নিটিং অ্যান্ড ডাইং (সিইপিজেড), প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, সমতা লেদার কমপ্লেক্স এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- সিভিও প্যাট্রোক্যামিকাল রিফাইনারী, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, এইচ আর টেক্সটাইল মিলস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, কুইন সাউথ টেক্সটাইল মিলস, রানার অটোমোবাইলস ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ।

সিএসইর শরিয়াহ সূচকে কোম্পানির সংখ্যা মোট ১৩৪টি।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুন ১৬, ২০২১
এসএমএক/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।