ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন কমেছে ১৫ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুন ১৬, ২০২১
ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন কমেছে ১৫ কোটি টাকা

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানির ৩০ কোটি ৪৫ লাখ ৯৪ হাজার টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১৫ কোটি টাকা কম।

আগের দিন ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানির ৪৫ কোটি ২০ লাখ ৮ হাজার টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির ১০ কোটি ১০ লাখ ৪৮ হাজার টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ২ লাখ ৪৯ হাজার টাকা ন্যাশনাল ফিড লিমিটেড এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০২১
এসএমএকে/ওেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।