ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজস্ব আদায়ে চ্যালেঞ্জের মুখে পড়বে এনবিআর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুন ১৬, ২০২১
রাজস্ব আদায়ে চ্যালেঞ্জের মুখে পড়বে এনবিআর

ঢাকা: ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায়ের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে মনে করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

বুধবার (১৬ জুন) বাংলাদেশ-জার্মান চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (বিজিসিসিআই) আয়োজিত ২০২১-২২ অর্থবছরের বাজেট পরবর্তী ‘বাণিজ্য ও বাণিজ্যের ওপর শুল্ক ও শুল্কের প্রভাব’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, এনবিআর রাজস্ব আদায়ের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং সে ক্ষেত্রে তাদের দক্ষতা যেমন—কর্মসংস্থান, ডিজিটালাইজেশন করা দরকার।

ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ-এর সভাপতি ফারুক হাসান এবং অ্যামচ্যাম বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ, বিজিসিসিআই সভাপতি থমাস হফম্যান ও বিজিসিসিআইয়ের নির্বাহী উপদেষ্টা ও প্রধান নির্বাহী রাষ্ট্রদূত শাহেদ আখতার।

বাংলাদেশ সময়: ১৮৪৫ঘণ্টা, জুন ১৬, ২০২১
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।