ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপালী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জুন ১৭, ২০২১
রূপালী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী

ঢাকা: রূপালী ব্যাংক লিমিটেডে সদ্য যোগদানকৃত শিক্ষানবিশ সিনিয়র অফিসারদের মাসব্যাপী ব্যাংকিং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ জুন) রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি আয়োজিত কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক।

 

সমাপনী বক্তব্যে তিনি নবীন কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানান এবং ব্যাংকিং বিষয়ে জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। প্রশিক্ষণ কোর্সে ব্যাংকে নতুন যোগদানকৃত ৭২ জন সিনিয়র অফিসার অংশগ্রহণ করেন।  

এ সময় ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল মো. সাফায়েত হোসেন, কোর্স ডিরেক্টর ও এজিএম মো. শাহিদুর রহমানসহ অন্য কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুন ১৭, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।