ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউরোপের ২০ দেশে টিভি রপ্তানির টার্গেট ওয়ালটনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জুন ২২, ২০২১
ইউরোপের ২০ দেশে টিভি রপ্তানির টার্গেট ওয়ালটনের

ঢাকা: ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন টিভির উচ্চ গুণগতমান ও রিলায়্যাবিলিটি জয় করে নিচ্ছে ইউরোপীয় ক্রেতাদের আস্থা। এর পরিপ্রেক্ষিতে ইউরোপে টিভি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি ও রপ্তানি পরিমাণ বাড়াতে আশাতীত সাফল্য এসেছে বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের।



করোনা মহামারিতে বিপর্যস্ত বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতেও ইউরোপের ১০ উন্নত দেশের বাজারে সম্প্রসারণ হয়েছে ওয়ালটন টিভি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করেছেন তারা। এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালে ইউরোপে আগের বছরের চেয়ে ১০ গুণ বেশি টিভি রপ্তানি করেছে ওয়ালটন।

এদিকে গত বছর ইউরোপে ওয়ালটনের টিভি রপ্তানি এ বছরের প্রথম ৫ মাসে (জানুয়ারি থেকে মে) ছাড়িয়েছে।

ইউরোপে টিভি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি ও দ্রুত গ্রাহকপ্রিয়তা বাড়াতে ওয়ালটনের অসাধারণ সাফল্য অর্জনের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহল্টস।

সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে টেলিভিশন ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি পরিদর্শনকালে জার্মান রাষ্ট্রদূতকে ইউরোপে ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণের সফলতার বিষয়ে জানানো হয়। ওই সময় তিনি ইউরোপীয় প্রযুক্তির মেশিনারিজের সমন্বয়ে ওয়ালটনের আন্তর্জাতিকমানের অত্যাধুনিক টিভি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি দেখে অত্যন্ত মুগ্ধ হন।

কারখানা পরিদর্শন শেষে তার প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ওয়ালটন। তারা ইউরোপের উন্নত প্রযুক্তির মেশিনারিজের দিয়ে উচ্চমানের পণ্য তৈরি করছে। ওয়ালটনের তৈরি পণ্য রপ্তানি হচ্ছে জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশে। শুধু তাই নয়, তীব্র প্রতিযোগিতাপূর্ণ বিশ্ববাজারে ওয়ালটন সফলভাবে এগিয়ে যাচ্ছে। বাড়ছে পণ্য রপ্তানি আদেশ। তার প্রত্যাশা-আন্তর্জাতিক বাজারে ওয়ালটন অতি দ্রুতই অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠবে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, ওয়ালটনের লক্ষ্য সাশ্রয়ী মূল্যে উচ্চমানের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য সরবরাহের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা। সেজন্য ওয়ালটন নিয়েছে  ভিশন-গো গ্লোবাল ২০৩০। অর্থাৎ ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠবে ওয়ালটন। এলক্ষ্য পূরণে ইউরোপে টিভি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ওয়ালটনের ব্যাপক সাফল্য অর্জন এক বিশাল মাইলফলক।

ওয়ালটন টিভির চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, ওয়ালটন টার্গেট নিয়েছে বিশ্বের অন্যতম সেরা ৫টি গ্লোবাল টেলিভিশন ব্র্যান্ডের তালিকায় স্থান করে নেয়ার। এলক্ষ্য পূরণে ২০২৩ সালের মধ্যে ৫টি মহাদেশীয় অঞ্চলের সবগুলো দেশে টিভি রপ্তানি বাজার সম্প্রসারণের টার্গেট নেওয়া হয়েছে। এক্ষেত্রে ইউরোপে ওয়ালটন টিভির রপ্তানি বাজার দ্রুত সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, ইউরোপে ২০২০ সালে আগের বছরের চেয়ে ১০ গুণ বেশি টিভি রপ্তানি করেছে ওয়ালটন। আর ২০২০ সালের রপ্তানি এ বছরের প্রথম মাসে (জানুয়ারি থেকে মে) ছাড়িয়েছে ওয়ালটন।

ইউরোপে নিযুক্ত ওয়ালটনের বিজনেস হেড প্রকৌশলী তাওসীফ আল মাহমুদ বলেন, ইউরোপের বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটনের তৈরি টেলিভিশনের উচ্চ গুণগতমান, সাশ্রয়ী মূল্য ও রিল্যায়াবিলিটি জয় করে নিচ্ছে বিশ্ব ক্রেতাদের আস্থা। তাই করোনা মহামারির দুযোর্গ পরিস্থিতিতেও জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ক্রোয়েশিয়া, স্পেন, পোল্যান্ড, ইতালি, রোমানিয়াসহ ইউরোপের ১০টি উন্নত দেশে টিভি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সাফল্য অর্জন করেছে ওয়ালটন। টার্গেট নিয়েছি, ২০২১ সালের মধ্যে ইউরোপের ২০টি দেশে ওয়ালটন টিভির শক্তিশালী রপ্তানি বাজার সৃষ্টির টার্গেট নেওয়া হয়েছে। সেজন্য ওয়ালটন টিভির উচ্চ গুণগতমান বজায় রাখার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জুন ২২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।