ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রীমঙ্গলে চতুর্থ চা নিলাম অনুষ্ঠিত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুন ২৩, ২০২১
শ্রীমঙ্গলে চতুর্থ চা নিলাম অনুষ্ঠিত শ্রীমঙ্গলের চা নিলাম। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: চায়ের দ্বিতীয় নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২১-২২ অর্থবছরের চতুর্থ চায়ের নিলাম অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (২৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের খান টাওয়ারের দ্বিতীয় তলার নিলাম কেন্দ্রে এ নিলাম অনুষ্ঠিত হয়।


 
শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র সূত্র জানায়, শ্রীমঙ্গল টি ব্রোকার্স, রূপসীবাংলা টি ব্রোকার্স ও জালালাবাদ টি ব্রোকার্স ২১টি চা বাগানের ২৫২১ বস্তার মাধ্যমে মোট ১ লাখ ৩৭ হাজার ১৫ কেজি চা নিলামে তোলে। এর মধ্যে শতকরা প্রায় ৮০ শতাংশ চা বিক্রি হয়েছে।
 
এবারেও বরাবরের মতো শ্রীমঙ্গল টি ব্রোকার্সের মাধ্যমে নিলামে নতুন জাতের কিছু চা তোলা হয়েছে। নতুন জাতের চায়ের মধ্যে রয়েছে দেশি প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত শাহবাজপুর টি এস্টেটের উৎপাদিত হানি গ্রিন টি, লেমন গ্রিন টি, আর্ল গ্রিন টি ও মার্চচা গ্রিন টি।
 
যে ২১টি চা বাগানের চা নিলামে অংশ নেয় সে বাগানগুলো হলো- ক্লোনাল টি এস্টেট, রশিদাবাদ চা বাগান, নাহার চা বাগান, দিলকুশা চা বাগান, সাগরনাল চা বাগান, সিরাজনগর চা বাগান, বৃন্দাবন চা বাগান, লুহাইয়ুনি চা বাগান, বাংলা (পঞ্চগড়), শাহবাজপুর চা বাগান, হামিদিয়া চা বাগান, রাজনগর চা বাগান, জঙ্গলবাড়ি চা বাগান, আলীবাহার চা বাগান, মুরাইছড়া চা বাগান, জুলেখানগর চা বাগান, আমতৈল চা বাগান, স্টার টি এস্টেট, ইমাম চা বাগান এবং বাওয়ালি চা বাগান।  
 
শ্রীমঙ্গল টি ব্রোকার্সের পরিচালক হেলাল উদ্দিন জানান, শ্রীমঙ্গলের ৪র্থ চা নিলামে শাহবাজপুর চা বাগানের হানি টি কেজি প্রতি ৩১শ টাকায় বিক্রি হয়েছে। এই চা শ্রীমঙ্গল চতুর্থ চা নিলামের সর্বোচ্চ দামের চা।
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা,  জুন ২৩, ২০২১
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।