ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংকের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, জুন ২৮, ২০২১
ওয়ান ব্যাংকের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান নির্বাচিত ওয়ান ব্যাংকের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান নির্বাচিত।

ঢাকা: ওয়ান ব্যাংকে জুন ২৪ থেকে এক বছর মেয়াদে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন এ. এস. এম. শহীদুল্লাহ্ খান। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন জহুর উল্লাহ্।

মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ খান মিডিয়ানিউ এইজের ব্যবস্থাপনা পরিচালক এবং ইংরেজি দৈনিক নিউ এইজের প্রকাশক। তিনি হলিডে পাবলিকেশন লিমিটেডের পরিচালক আর চারুতা হোমস লিঃ এবং নর্থ পোল কোল্ড স্টোরেজের চেয়ারম্যান। এছাড়া তিনি বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং ক্লাব নটরডেমিয়ানসের প্রতিষ্ঠাতা সভাপতি।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান জহুর উল্লাহ্ দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি তৈরি পোশাক ও এর সঙ্গে সংশ্লিষ্ট পণ্যের ক্রয়, প্রস্তুত ও রপ্তানি কর্মকাণ্ডে সঙ্গে সম্পৃক্ত। তিনি এলএল গ্রুপের চেয়ারম্যান এবং জিটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও হলিডে পাবলিকেশন্সের পরিচালক।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, জুন ২৮, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।