ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউসিবি পূর্ণ করেছে গৌরবময় ৩৮ বছর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুন ২৯, ২০২১
ইউসিবি পূর্ণ করেছে গৌরবময় ৩৮ বছর

ঢাকা: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ব্যাংকিংসেবা দেওয়ার গৌরবময় ৩৮ বছর পূর্ণ করেছে।  

মরহুম আখতারুজ্জামান চৌধুরীর উদ্যোগ ও দূরদর্শী নেতৃত্বে যাত্রা শুরু করে ইউসিবি আজ দেশের ব্যাংকিং অঙ্গনে একটি সুপরিচিত নাম।

এ ৩৮ বছরের সাফল্যমণ্ডিত যাত্রায় দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পের উন্নয়নে অবদানে আমরা স্পষ্টতই গর্ব করতে পারি।  

দেশজুড়ে ২০৪টি শাখার বিস্তৃত নেটওয়ার্ক, ৫৮০টি এটিএম/সিআরএম, এজেন্ট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং-ইউসিবি তাকওয়া, মোবাইল আর্থিক পরিষেবা-উপায়, প্রায়োরিটি ব্যাংকিং-ইম্পেরিয়াল, রেমিট্যান্স পরিষেবা, ক্রেডিট কার্ড ও আরো অনেক পরিষেবা এবং উদ্ভাবনী অনুশীলন ও দক্ষ পরিচালনার মাধ্যমে বেসরকারি খাতের ব্যাংকিংয়ের ক্ষেত্র এক অনন্য অবস্থানে রয়েছে ইউসিবি। তদুপরি আমরা একটি সামাজিক দায়বদ্ধ করপোরেট হিসেবে গর্বিত ভূমিকা রেখে চলেছি। সর্বোপরি বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সচেষ্ট রয়েছি।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুন ২৯, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।