ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০২১-২০২২ অর্থবছরের বাজেট পাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুন ৩০, ২০২১
২০২১-২০২২ অর্থবছরের বাজেট পাস

ঢাকা: জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

বুধবার (৩০ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

অধিবেশনে ২০২১-২০২২ অর্থবছরের জন্য বাজেট কণ্ঠভোটে পাস হয়। এ সময় সংসদে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে নতুন বাজেট বাস্তবায়ন শুরু হবে। এবারের বাজেটে নতুন কোন চমক নেই।

সংসদ অধিবেশন শুরু হলে ২০২১-২২ সালের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর আনা ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। এ প্রক্রিয়ায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের জন্য বরাদ্দ প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে অন্য মন্ত্রীরা তাদের স্ব স্ব মন্ত্রণালয়ের প্রস্তাব উত্থাপন করেন।

কণ্ঠভোটে সেসব প্রস্তাব নেওয়া হয়। সর্বশেষ নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে বাজেট পাস হয়। এ সময় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিরোধীদলীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

করোনা পরিস্থিতির কারণে এবার বাজেটে সবচেয়ে কম আলোচনা হয়েছে। বাজেট পেশের স্বল্পসময় আলোচনার সুযোগ পান সংসদ সদস্যরা।

** ক্ষমা চাইলে খালেদাকে মুক্তি দিতে পারেন রাষ্ট্রপতি

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এমআইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।