ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসিআইয়ের নতুন পণ্য ‘লাইট ব্রাউন আটা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এসিআইয়ের নতুন পণ্য ‘লাইট ব্রাউন আটা’ এসিআইয়ের নতুন পণ্য ‘লাইট ব্রাউন আটা’

ঢাকা: উদ্ভাবনী ভোগ্য পণ্য বাজারজাতকরণে পথিকৃত এসিআই পিওর এবার নিয়ে এলো লাইট ব্রাউন আটা। এই আটা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

বুধবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় এসিআই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাউন আটার গুণাগুণ জানা সত্ত্বেও যারা শুধুমাত্র সাদা আটা খাওয়ার সুদীর্ঘ অভ্যাসের কারণে ব্রাউন আটা খেতে পারেন না, তাদের জন্য এসিআই পিওর লাইট ব্রাউন আটা। যে সব ভোক্তারা স্বাস্থ্য ও স্বাদ দুটোর ব্যাপারেই সচেতন তাদের জন্য লাইট ব্রাউন আটা একটি পারফেক্ট সমাধান।

লাইট ব্রাউন আটা সম্পূর্ণ নতুন ফর্মূলায় তৈরি থার্ড জেনারেশন আটা যা সাধারণ আটার তুলনায় অধিক পুষ্টিকর। ব্রাউন আটা অথবা হোল হুইট আটার চাইতে এর রং হালকা ও অধিক সুস্বাদু। এই আটায় রুটি হয় নরম ও মসৃণ। হেলদি লাইফস্টাইলের অভ্যাস করতে এর প্রথম ধাপ হিসেবে প্রতিটি মানুষ খেতে পারেন লাইট ব্রাউন আটা।

এই আটা দিয়ে হেলদি লাইফস্টাইল শুরু করে ধীরে ধীরে একজন ভোক্তা হেলদি জীবনাচারণে অভ্যস্ত হয়ে উঠবেন এমনটাই আশা করে এসিআই। আকর্ষণীয় দৃষ্টিনন্দন প্যাকেটে সারাদেশের গ্রোসারি দোকানগুলো এবং সুপার স্টোরগুলোতে পাওয়া যাবে এই আটা।  

গত ৩০ জুন এসিআই সেন্টারে পণ্যটির বাজারজাতকরণ উদ্বোধন করেন কোম্পানির এক্সিকিউটিভ ডাইরেক্টর (ফাইনান্স অ্যান্ড প্ল্যানিং) জনাব প্রদীপ কর চৌধুরী ও কোম্পানির ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব অনুপ কুমার সাহা। বিভিন্ন টিভি, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় মানুষকে স্বাস্থ্য সচেতন করার প্রয়াস নিচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস ব্র্যান্ড ’এসিআই পিওর’।

পণ্যটি সম্পর্কে আরও জানতে আগ্রহীরা ভিজিট করতে পারেন কোম্পানির ওয়েবপেজ www.aciebazar.com এ অথবা যোগাযোগ করতে পারেন কোম্পানির কেয়ার লাইন ০১৯৪৩-২২২৩৩৩ নম্বরে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুন ৩০,২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।