ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘লকডাউনে’ পুঁজিবাজারে লেনদেন ১০ থেকে ১টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুন ৩০, ২০২১
‘লকডাউনে’ পুঁজিবাজারে লেনদেন ১০ থেকে ১টা

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ১ থেকে ৭ জুলাই পর্যন্ত ‘কঠোর লকডাউনেও’ খোলা থাকবে দেশের পুঁজিবাজার। এ সময় পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।

বুধবার (৩০ জুন) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম বলেন, লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চালু রাখছে বাংলাদেশ ব্যাংক। তাই বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে শেয়ারবাজারের লেনদেন চালু থাকবে। লকডাউনেও শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। এ সময়ের বাইরে ১৫ মিনিট প্রি ও পোস্ট ক্লোজিং থাকছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।