ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনীতে ২২ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, জুলাই ১, ২০২১
ফেনীতে ২২ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ

ফেনী: করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ও খাদ্য সহযোগিতার জন্য ফেনীতে ২২ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়।

বুধবার (৩০ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমিন।

তিনি জানান, জেলায় করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত টাকা এসেছে। ইতোমধ্যে সব উপজেলা ও ইউনিয়নে বিতরণের প্রস্তুতি শুরু হয়েছে।

এই বিষয়ে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল-হাসান বলেন, জনসংখ্যা অনুযায়ী উপজেলা ভিত্তিক বিতরণের জন্য নগদ টাকা ইউএনওদের (উপজেলা নির্বাহী কর্মকর্তা) বরাদ্দ দেয়া হবে। সরকারের মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশকা অনুযায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় তা বিতরণ শুরু হবে।

জেলা প্রশাসক বলেন, জরুরি সেবা পেতে ৩৩৩ এ কল করলেও এ বরাদ্দ থেকে মানুষের কাছে খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

এই বিষয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া তাহের জানান, জেলা প্রশাসন থেকে বরাদ্দগুলো আমাদের কাছে এসে পৌঁছালেই সঙ্গে সঙ্গে বিতরণ কার্যক্রম শুরু করা হবে।  

তিনি বলেন, উপজেলার সবইউনিয়ন পর্যায়ে করোনায় যারা কর্মহীন হয়ে পড়েছে এবং দুস্থ ও অসহায়দের এই সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।