ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভ্যাট নিবন্ধন নিলো মাইক্রোসফট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুলাই ১, ২০২১
ভ্যাট নিবন্ধন নিলো মাইক্রোসফট

ঢাকা: বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নিয়েছে মাইক্রোসফট। সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করে নিবন্ধন নেওয়া এই টেক জায়ান্টের বাংলাদেশি ভ্যাট এজেন্ট পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটস।

বৃহস্পতিবার (০১ জুলাই) ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিষ্ঠানটির ভ্যাট নিবন্ধন নম্বর: 003989858-0208। ঢাকা দক্ষিণের অধীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন সেগুনবাগিচা বিভাগীয় দপ্তরের অধীনে মূসক নিবন্ধন দেওয়া হয়। সিঙ্গাপুরে মাইক্রোসফটের ঠিকানা: ১৮২, সিসিল স্ট্রিট, ১৩-০১ ফ্রেজার্স টাওয়ার।

মাইক্রোসফটের স্থানীয় ভ্যাট এজেন্ট পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটসের বাংলাদেশ অফিসের ঠিকানা ৬/এ/১ সেগুনবাগিচা। এজেন্টের বিন নম্বর: 000168248-0208।  

এর আগে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ভ্যাট নিবন্ধন নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।