ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সরকারি কর্মচারীদের বাড়ি নির্মাণে বিনিয়োগ দেবে ইসলামী ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুলাই ৪, ২০২১
সরকারি কর্মচারীদের বাড়ি নির্মাণে বিনিয়োগ দেবে ইসলামী ব্যাংক

ঢাকা: সরকারি কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ইসলামী শরীআহ মোতাবেক বাড়ি ও ফ্ল্যাট নির্মাণে বিনিয়োগ দেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

গত বুধবার (৩০ জুন) এ সংক্রান্ত এক সমঝোতা স্মারক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এখলাছুর রহমান ও ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষর শেষে সংশ্লিষ্ট বিভাগে চুক্তিপত্র হস্তান্তর করা হয়।  

এ সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও’র সঙ্গে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সাঈদ উল্যাহ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েত উল্লাহ ছিদ্দিকী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।