ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা: বিজিএমইএ’র তহবিলে ইপিক গ্রুপের অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
করোনা: বিজিএমইএ’র তহবিলে ইপিক গ্রুপের অনুদান

ঢাকা: কোভিড-১৯ আক্রান্তদের সহায়তায় বিজিএমইএ গঠিত তহবিলে অনুদান দিয়েছে ইপিক গ্রুপ।

মঙ্গলবার (৩ আগস্ট) বিজিএমইএ অফিসে ইপিক গ্রুপের জেনারেল ম্যানেজার পি.কে. সাও বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসানের কাছে ৫ লাখ টাকার চেক ও ১ লাখ পিস ফেস মাস্ক হস্তান্তর করেন।

এ সময় বিজিএমইএ’র সহ-সভাপতি মিরান আলী, পরিচালক তানভীর আহমেদ, সাবেক পরিচালক আশিকুর রহমান তুহিন এবং ইপিক গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চেক ও মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন ইপিক গ্রুপের চেয়ারম্যান রঞ্জন মাহতানি এবং ব্যবস্থাপনা পরিচালক সুনীল দারইয়ানানী ও দিনেশ ভারওয়ানি।

বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক শিল্পের অন্যান্য প্রতিষ্ঠানগুলোও এই দৃষ্টান্ত অনুসরণ করে এগিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।