ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিকাশ লেনদেনে পাওয়া রিওয়ার্ড পয়েন্টে মিলবে অফার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২১
বিকাশ লেনদেনে পাওয়া রিওয়ার্ড পয়েন্টে মিলবে অফার

ঢাকা: এখন থেকে বিকাশে লেনদেন করলেই গ্রাহকের অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট। পরবর্তীতে সেই পয়েন্ট ব্যবহার করে ক্যাশব্যাক ও অন্যান্য অফারের সুবিধা নিতে পারবেন গ্রাহক।

ফলে যত বেশি লেনদেন, তত বেশি ‘বিকাশ রিওয়ার্ডস’ পয়েন্ট নিয়ে গ্রাহকের লেনদেনকে আরও সাশ্রয়ী এবং আনন্দময় করতেই বিকাশের এ উদ্যোগ।

বিকাশ প্রতিনিয়ত তার গ্রাহকদের জন্য উন্নত ও নতুন নতুন সেবা নিশ্চিত করে যাচ্ছে। সেই মূলনীতির ওপর ভিত্তি করেই মোবাইল আর্থিক সেবা খাতে ‘বিকাশ রিওয়ার্ডস’ এর মতো সৃজনশীল সংযোজন নিয়ে এসেছে বিকাশ।

অর্জিত রিওয়ার্ড পয়েন্ট সম্পর্কে জানতে বিকাশ অ্যাপের হোম স্ক্রিনে লোগোর পাশে যুক্ত ‘বিকাশ রিওয়ার্ডস’ আইকনে ট্যাপ করতে হবে। এখান থেকে গ্রাহক তার অর্জিত পয়েন্ট, রিওয়ার্ড লেভেলে অবস্থান, অফারের পরিমাণ, অর্জিত পয়েন্টের বিবরণী ও অন্যান্য বিস্তারিত জানার সুযোগ পাবেন। সব বিকাশ গ্রাহকই বিকাশ ব্যবহারে রিওয়ার্ড পয়েন্ট পাবেন এবং বিকাশ অ্যাপ থেকে অর্জিত রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করতে পারবেন।

সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ ইন, ক্যাশ আউট, অ্যাড মানি, পেমেন্ট, পে বিলসহ বিভিন্ন ধরনের বিকাশ লেনদেনে প্রতিবারই নির্দিষ্ট সংখ্যক পয়েন্ট যুক্ত হবে। গ্রাহক তার জমা হওয়া পয়েন্ট ব্যবহার করে কোন ধরনের লেনদেনে কতো টাকা ক্যাশব্যাক পাবেন তা দেখতে পারবেন বিকাশ অ্যাপের বিকাশ রিওয়ার্ডস সেকশনে।

এছাড়াও গ্রাহক কোন সেবা থেকে কতো পয়েন্ট পেয়েছেন এবং কতো পয়েন্ট ব্যবহার করেছেন তা ‘পয়েন্ট বিবরণী’ থেকে নিজেই জেনে নিতে পারবেন।

বিকাশ রিওয়ার্ডস কীভাবে কাজ করে তেমন একটি ভিডিও গ্রাহকের সুবিধার্থে যুক্ত করা হয়েছে এ স্ক্রিনেই।

জমা হওয়া পয়েন্টের ভিত্তিতে গ্রাহক ব্রোঞ্জ, সিলভার, টাইটেনিয়াম, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড এ ছয়টি রিওয়ার্ড লেভেল-এ বিভক্ত হবেন। প্রতিটি লেভেলের জন্য থাকছে পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন অংকের ক্যাশব্যাক জেতার সুযোগ। বেশি বেশি পয়েন্ট জমা করে গ্রাহক এক লেভেল থেকে অন্য লেভেলে যেতে পারবেন এবং আরও বেশি অফার উপভোগ করতে পারবেন। গ্রাহক কোন লেভেলে আছেন এবং প্রতি লেনদেনে তার অগ্রগতি কি হচ্ছে তাও তিনি ‘প্রগ্রেস বার’ অংশে দেখতে পাবেন। প্রগ্রেস বারে ক্লিক করলে অন্য লেভেলের জন্য কি অফার রয়েছে তাও দেখার সুযোগ থাকবে।

গ্রাহকের সুবিধার্থে বিকাশ রিওয়ার্ডস সম্পর্কে কিছু প্রশ্ন-উত্তরও যুক্ত করা হয়েছে বিকাশ রিওয়ার্ডস স্ক্রিনের ‘সচরাচর জিজ্ঞাসা’ অংশে।

এছাড়া শর্তাবলীতে ক্লিক করে বিকাশ রিওয়ার্ডস সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২১
এসই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।