ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সারা দেশে শক্তিশালী হচ্ছে বাজুস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুন ৩, ২০২২
সারা দেশে শক্তিশালী হচ্ছে বাজুস

ভোলা: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারা দেশে শক্তিশালী হচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

শুক্রবার (৩ জুন) বিকেলে বাজুস ভোলা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় এ কথা বলেন।

তিনি বাজুসের সাবেক সভাপতি।  

ভোলা শহরের তৃষ্ণা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বাজুস জেলা শাখা এ সভার আয়োজন করে।

ডা. দিলীপ কুমার রায় বলেন, দেশে স্বর্ণ শিল্পের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কাজ করছে বাজুস। শিগগিরই দেশে অলংকার ডিজাইন ইনস্টিটিউট ও স্বর্ণ শিল্পী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এর মাধ্যমে কারিগরদের স্বনির্ভর করে তোলা হবে। সামনে এমন দিন আসবে, যখন দেশের চাহিদা মিটিয়ে বিশ্ব বাজারে বিক্রি হবে স্বর্ণ।

আয়োজিত সভায় বাজুস কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাজুস সহ-সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং অর্গানাইজেশনের আনোয়ার হোসেন।  

আরও বক্তব্য দেন কার্যনির্বাহী সদস্য, পবিত্র চন্দ্র ঘোষ, বাজুস স্ট্যান্ডিং অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সহ-সম্পাদক ও সদস্য সচিব মো. জয়নাল আবেদীন খোকন।

বক্তারা বলেন, বাজুস সদস্য ছাড়া কেউ অলংকার কিনতে পারবেন না, বিক্রি করতেও পারবেন না।
 
এর আগে বাজুস জেলা শাখা, লায়ন্স হোমিও মেডিক্যাল কলেজ ও নিলিনী দাস হাসপাতালের পক্ষ থেকে প্রধান অতিথিকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
 
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য ও উপস্থাপনা করেন বাজুস ভোলার সম্পাদক অবিনাশ নন্দী।

সভাপতিত্ব করেন বাজুস ভোলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান। বক্তব্য দেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং ভোলা জেলা কমিটির সহ-সভাপতি গোপীনাথ পোদ্দার প্রমুখ।

সব স্বর্ণ ব্যবসায়ীকে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, ব্যবসায় প্রতারণা চলবে না। সারা দেশের ব্যবসায়ীদের বাজুস ছাতার নিচে আসতে হবে, সততার সঙ্গে কাজ করলে বিপদে-আপদে বাজুস পাশে দাঁড়াবে। ন্যায্য মূল্যে স্বর্ণ বিক্রি করতে হবে। স্বর্ণ ব্যবসা একদিন দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে জেলার সাত উপজেলা থেকে আসা বাজুস নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।