ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লক্ষ্মীপুরের বাজারে পাওয়া যাচ্ছে ইলিশ, কমেনি দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
লক্ষ্মীপুরের বাজারে পাওয়া যাচ্ছে ইলিশ, কমেনি দাম

লক্ষ্মীপুর: সাগরে মাছ ধরা শুরুর পর থেকে লক্ষ্মীপুরের বাজারগুলোতে আসতে শুরু করেছে ইলিশ। মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বাজারে ইলিশের তেমন দেখা মেলেনি।

তবে এখন মাছের উপস্থিতি থাকলেও দাম তেমন কমেনি। চড়া দামেই বিক্রি হচ্ছে ইলিশ। এছাড়া এখনও বড় আকারের ইলিশের দেখা মেলেনি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে লক্ষ্মীপুর মাছ বাজার, শহরের উত্তর তেমুহনী, দক্ষিণ তেমুহনী, ঝুমুর এবং জকসিন বাজারে গিয়ে মাছ ক্রয়-বিক্রির দৃশ্য দেখা গেছে। বাজারে ইলিশ উঠতে শুরু করায় ক্রেতারা বাজারগুলোতে ভিড় জমিয়েছে।  

দক্ষিণ তেমুহনীতে মাছ কিনতে আসা ইমন নামে এক ক্রেতা বাংলানিউজকে বলেন, প্রায় ৪০০ গ্রাম ওজনের ইলিশের কেজি তিনি ৫৫০ টাকা দিয়ে কিনেছেন।  

রহমান নামে আরেক ক্রেতা বাংলানিউজকে বলেন, আধা কেজি ওজনের ইলিশ কিনেছেন ৭০০ টাকা কেজি ধরে।  

তারা বলেন, বাজারে ইলিশ থাকলেও দাম কমেনি। মাছের চেয়ে ক্রেতা বেশি থাকায় দাম বেশি।  

মাছ ব্যবসায়ী শাহ আলম বাংলানিউজকে বলেন, নদীতে মাছ একেবারে কম। তবে সাগরের মাছ ধরা পড়ায় বাজারে ইলিশ উঠতে শুরু করেছে। তবে দাম এখনও কমেনি। ঘাট থেকেই বাড়তি দামে কিনে আনতে হচ্ছে।  

তিনি জানান, বড় আকারের ইলিশ এখনও ধরা পড়েনি। প্রতিটি ২০০ গ্রাম সাইজের শুরু করে ৭০০-৮০০ গ্রামের ইলিশ ঘাটে পাওয়া যাচ্ছে।  

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা পর জেলেরা মাছ ধরা শুরু করেছে। নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন হওয়ায় জেলেদের জালে মাছ ধরা পড়ছে। এ জন্য বাজারেও ইলিশের আমদানি বেড়েছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।