ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ভিকারুননিসায় পাশের হার ৯৯.৮৩ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
ভিকারুননিসায় পাশের হার ৯৯.৮৩ শতাংশ ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় পাশের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) কলেজ অধ্যক্ষ কামরুন নাহারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত হিসেব অনুযায়ী, এ বছর ভিকারুননিসা থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২৩৩৯ জন, কৃতকার্য হয়েছে ২৩৩৫ জন, অকৃতকার্য শিক্ষার্থী চারজন।

এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছে ১৮০১ জন, মানবিক থেকে ২৪৪ জন, ব্যবসায় শিক্ষা থেকে ২৯৪ জন।

মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২০০১ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছে ১৫৮৪ জন, মানবিক থেকে ২১৪ জন, ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ-৫ পেয়েছে ২৯৩ জন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এমকে/এমআইএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।