পাবনা: ‘উচ্ছ্বাসে উল্লাসে, নতুন আলোর উদ্ভাসে’- এই স্লোগানে দেশের শতবর্ষী অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব শুরু হয়েছে।
আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনদিনের ‘সুবর্ণজয়ন্তী মেলা’ উদ্বোধন করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আউয়াল মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
আয়োজকরা জানান, সুবর্ণজয়ন্তীর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর। এর আগে চলবে মেলা। মেলায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফ্যাশন ও খাদ্যপণ্য পাওয়া যাবে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ২৭ ডিসেম্বর মূল আয়োজন সকাল ৭টা থেকে শুরু হবে। প্রথমেই থাকবে রেজিস্ট্রেশন, গিফট বিতরণ ও সকালের খাবার। সকাল ৯টায় হবে বৃক্ষরোপণ। সাড়ে ৯টায় শোভাযাত্রা। সকাল ১০টায় হবে ফ্ল্যাশ মোব। এরপর ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হবে। দিনব্যাপী চলবে স্মৃতিচারণ, আলোচনা ও গান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রয়ের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হবে।
উৎসব বিষয়ে জানতে চাইলে ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র মুস্তাফিজুর রহমান বলেন, একটি বিভাগের সুবর্ণজয়ন্তী অনেক বড় আনন্দের বিষয়। প্রতিটি শিক্ষার্থীর মধ্যে এখনো আনন্দের জোয়ার বইছে। আমরা অপেক্ষায় আছি ২৭ তারিখ সূর্যোদয়ের।
জুবাইয়া মমতাজ দিবা নামে অপর এক শিক্ষার্থী বলেন, উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নবীন-প্রবীণ শিক্ষার্থীরা মিলেমিশে কাজ করছে। সব মিলিয়ে পুরো ক্যাম্পাসে এখন উৎসবের আমেজ বইছে।
ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মাহবুল আলম বলেন, শিক্ষার্থীরা ব্যাপকভাবে সারা দিয়েছেন। ইতোমধ্যেই প্রায় দেড় হাজার প্রাক্তন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। উৎসবের সব প্রস্তুতিও প্রায় শেষ। আশা করছি আনন্দঘন একটি উৎসব অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৫
আরএ