ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

পুরস্কার পেল নোয়াখালী পৌরসভায় বৃত্তিপ্রাপ্ত ২০১ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
পুরস্কার পেল নোয়াখালী পৌরসভায় বৃত্তিপ্রাপ্ত ২০১ শিক্ষার্থী

নোয়াখালী:  বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ২০১ জন শিক্ষার্থীকে পুরস্কার দিয়েছে নোয়াখালী পৌরসভা।  

এ বৃত্তি পরীক্ষায় নোয়াখালী পৌর এলাকার ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

শনিবার (১১ মার্চ) দুপুরে নোয়াখালী পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদ উল্যাহ্ খান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।