ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ১৯ দিনের ছুটি, খোলা থাকবে হল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
রাবিতে ১৯ দিনের ছুটি, খোলা থাকবে হল

রাজশাহী: আগামী রোববার (১৬ এপ্রিল) থেকে ছুটি শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। রোববার থেকে আগামী ৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অর্থাৎ ১৯ দিন বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে আবাসিক হলগুলো বন্ধ থাকবে।

বাংলা নববর্ষ, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর, মহান মে দিবস ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে এবার লম্বা ছুটি পেলেন রাবি শিক্ষার্থীরা।

তবে গত বছরের মতো এবারও খোলা থাকছে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল। কিন্তু ছুটিতে হলের ডাইনিংগুলো বন্ধ থাকবে। রেজিস্ট্রার আবদুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এছাড়া ১৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগগুলো পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা, টেলিফোন প্রভৃতি যথারীতি চালু থাকবে।

এছাড়া অত্যাবশ্যকীয় অফিসগুলো আগামী ১৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত প্রয়োজনীয় জনবল দ্বারা পরিচালিত হবে।

এদিকে ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে শিক্ষার্থীরা এরইমধ্যে ক্যাম্পাস ছেড়েছেন। ক্যাম্পাসের জনবহুল জায়গাগুলোও ফাঁকা পরে আছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।