ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

সাড়া ফেলেছে শাবিপ্রবিতে প্রথমবারের মতো আয়োজিত কুরআন অলিম্পিয়াড

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
সাড়া ফেলেছে শাবিপ্রবিতে প্রথমবারের মতো আয়োজিত  কুরআন অলিম্পিয়াড

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘ইনকিলাব ফোরাম’ - এর উদ্দ্যোগে প্রথমবারের মতো কুরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ছেলেদের এবং ‘এ’ বিল্ডিংয়ের গ্যালারি রুমে মেয়েদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

১০০ নম্বরের এ কুরআন অলিম্পিয়াডে মোট ৩৫৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। এরমধ্যে ২২৩ জন ছেলে ও ১৩১ জন মেয়ে রয়েছেন।

এ বিষয়ে ইনকিলাব ফোরামের সভাপতি মোজাম্মেল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মাঝে সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় সংস্কৃতি চর্চার লক্ষ্য আমরা প্রথমবারের মতো কুরআন অলিম্পিয়াডের আয়োজন করেছি। এই অলিম্পিয়াডে শিক্ষার্থীদের অনেক সাড়া ফেলেছে। আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরো ভালো কিছু আয়োজন করার।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।