ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

জাবির প্রক্টরের দায়িত্বে তাজউদ্দিন সিকদার

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
জাবির প্রক্টরের দায়িত্বে তাজউদ্দিন সিকদার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তাজউদ্দিন সিকদারকে প্রক্টরের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে।  

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের ওয়ার্ডেন ও  সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া উক্ত হলের প্রাধ্যক্ষের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ এক অফিস আদেশে এ তথ্য জানান।  

অফিস আদেশে রহিমা কানিজ বলেন, বিশ্ববিদ্যালের প্রক্টর ও আ ফ ম কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ আ স ম ফিরোজ-উল-হাসান আগামী ১৯ এপ্রিল হতে ২৫ এপ্রিল পর্যন্ত সাতদিন ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটিতে ক্যাম্পাসের বাইরে অবস্থান করবেন।  

তিনি ছুটিতে থাকাকালীন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তাজউদ্দিন সিকদার প্রক্টরের সাময়িক দায়িত্ব ও আ ফ ম কামালউদ্দিন হলের ওয়ার্ডেন মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া উক্ত হলের প্রডোস্টের সাময়িক দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা,  এপ্রিল ১৯,২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।