ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাষ্ট্রপতিকে কুবি উপাচার্যের অভিনন্দন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
রাষ্ট্রপতিকে কুবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কুমিল্লা: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন।  

রাষ্ট্রপতি একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন আচার্য।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন দায়িত্ব গ্রহণ করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জানাই অভিবাদন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের যে চলমান অগ্রযাত্রা ও  দেশের সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতি পথপ্রদর্শক হিসেবে বিশেষ ভূমিকা রাখবেন বলে আমি মনে করি। এছাড়া দেশের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য রাষ্ট্রপতি আমাদের দিকনির্দেশনা দানসহ সার্বিকভাবে পথপ্রদর্শক হিসেবে ভূমিকা রাখবেন বলে আশা করি। আমরা যেন উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার মান আরো এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়েও ভূমিকা রাখবেন তিনি।

আমরা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন এবং সফলতার সঙ্গে যেন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারে সেই কামনা করছি।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।