ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

ক্লাব নটরডেমিয়ানসের নতুন কমিটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মে ৪, ২০২৩
ক্লাব নটরডেমিয়ানসের নতুন কমিটি

ঢাকা: নটরডেম কলেজের প্রাক্তন ছাত্রদের ক্লাব ‘Club NotreDamians Bangladesh Limited’-এর সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য কার্যকরী পরিষদ নির্বাচিত করা হয়েছে।

গত সোমবার (১ মে) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে আয়োজিত নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কলেজের ১৯৭৭ ব্যাচের ছাত্র ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. রেফায়েত উল্লাহ।

 

সর্বোচ্চ ৩০৮ ভোট পেয়ে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ১৯৯৩ ব্যাচের খালেদ ফয়সল রহমান জিতু।  

কার্যকরী পরিষদে নির্বাচিত অন্য সদস্যরা হলেন- ১৯৮০ ব্যাচের হোসেন আক্তার চৌধুরী মিনার, ১৯৮২ ব্যাচের ড. আ হ ম জহুরুল হক, ১৯৯০ ব্যাচের শেখ আমিনুর রহমান চঞ্চল, ১৯৯১ ব্যাচের প্রকৌশলী বদরুল হাসান ও আরিফুল ইসলাম চৌধুরী, ১৯৯২ ব্যাচের মো. মনিরুল হক, ১৯৯৬ ব্যাচের প্রকৌশলী এন ই খোদা বাবু, ১৯৯৮ ব্যাচের ক্যাপ্টেন মো. খালেদ বিন ইসলাম ও ১৯৯৯ ব্যাচের ছাত্র প্রকৌশলী আরিফ আর হোসেন।

নির্বাচনে ৪২০ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মে ০৪, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।