ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

জাবির দুই ছাত্রী হলে নতুন প্রভোস্ট

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, মে ৭, ২০২৩
জাবির দুই ছাত্রী হলে নতুন প্রভোস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জহিরুল ইসলাম খন্দকারকে প্রীতিলতা হলের প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজের সই করা পৃথক দুটি অফিস আদেশে নিয়োগের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে রহিমা কানিজ বলেন, নওয়াব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাহিদ হকের নিয়োগের মেয়াদ তিন বছরের বেশি হওয়ায় তাকে পদ হতে অব্যাহতি দিয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হলো।

অন্যদিকে, প্রীতিলতা হলের প্রভোস্ট অধ্যাপক আয়েশা সিদ্দিকার নিয়োগের মেয়াদ তিন বছরের বেশি হওয়ায় তাকে পদ হতে অব্যাহতি দিয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জহিরুল ইসলাম খন্দকারকে নিয়োগ দেওয়া হলো।

তাদের যোগদানের তারিখ থেকে ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া তারা দুই বছর বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন বলে অফিস আদেশে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, মে ৭, ২০২৩ 
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।