ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

ভাড়া বাড়িতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, মে ৮, ২০২৩
ভাড়া বাড়িতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছবি: সংগৃহীত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস চালু করা হয়েছে শহরের খলিশাডুলী এলাকায় একটি নতুন পাঁচতলা বাড়ি ভাড়া নিয়ে।

আগামী এক সপ্তাহের মধ্যে সেখানে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাছিম আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে ৩০ এবং ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ৩০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।

রোববার সকালে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় ৩ বিভাগের ৯০ জন শিক্ষার্থী এবং ৬ শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে এই অস্থায়ী ক্যাম্পাসটি ভাড়া নেওয়া হয়েছে। গত ডিসেম্বর থেকে প্রতি মাসে ভাড়া বাবদ প্রায় দেড় লাখ টাকা গুনছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২০১৯ সালে জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পায়।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মে ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।