ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে ডিনস অ্যাওয়ার্ড চালুর সিদ্ধান্ত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মে ৯, ২০২৩
জাবিতে ডিনস অ্যাওয়ার্ড চালুর সিদ্ধান্ত

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সর্বোচ্চ রেজাল্টধারীদের ডিনস অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ১৮ এপ্রিল উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

উপাচার্য বলেন, উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় ডিনস অ্যাওয়ার্ড দিতে নীতিমালা তৈরির জন্য কমিটি করে দিয়েছি। কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে সিন্ডিকেট শুধু ডিনস অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে ডিনস অ্যাওয়ার্ড নীতিমালা কমিটির প্রধান কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, প্রতিটি অনুষদ থেকে স্নাতক পর্যায়ে সর্বোচ্চ রেজাল্টধারীদের ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হবে। তবে কোনো বিষয়ে কারও ফেইল বা রিটেক থাকলে এই অ্যাওয়ার্ডের অযোগ্য বলে বিবেচিত হবে। এছাড়া, ডিনস মেরিট অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়টি সিন্ডিকেটে উত্থাপন করা হলেও পর্যাপ্ত ফান্ড না থাকায় এটি স্থগিত আছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।