ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডে এসএসসি ধর্ম পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৫১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মে ১২, ২০২৩
যশোর বোর্ডে এসএসসি ধর্ম পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৫১

যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এসএসসির ধর্ম বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল দুই হাজার ৫১ জন।  

বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত ইসলাম ও নৈতিকশিক্ষা (১১১), হিন্দু ধর্ম ও নৈতিকশিক্ষা (১১২), বোদ্ধ ধর্ম ও নৈতিকশিক্ষা (১১৩), খিস্ট ধর্ম ও নৈতিকশিক্ষা (১১৪) অনুষ্ঠিত হয়েছে।

 

এতে এক লাখ ৫১ হাজার ৪২জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় এক লাখ ৪৮ হাজার ৯৯১জন। অনুপস্থিত ছিলো ২ হাজার ৫১জন।

বোর্ড সূত্রে জানা গেছে, খুলনা জেলায় ২৪৮ জন, বাগেরহাটে ১৩৯ জন, সাতক্ষীরায় ১৯২জন, কুষ্টিয়ায় ২৫২জন, চুয়াডাঙ্গা জেলায় ১৮৩জন, মেহেরপুর জেলায় ৯৩জন, যশোরে ৩৪৫জন, নড়াইল জেলায় ১৫১জন, ঝিনাইদহ জেলায় ৩১০জন ও মাগুরা জেলায় ১৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মে ১২, ২০২৩
ইউজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।