ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

এসএসসির স্থগিত পরীক্ষা ২৭ ও ২৮ মে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এসএসসির স্থগিত পরীক্ষা ২৭ ও ২৮ মে

ঢাকা: ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসির স্থগিত করা পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

মঙ্গলবার (১৬ মে) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার এ তথ্য জানিয়েছেন।

ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত করা কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা ১৪ মে হওয়ার কথা ছিল। আর ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা হবে ২৮ মে। এ দিনের পরীক্ষা ১৫ মে হওয়ার কথা ছিল।

অন্যদিকে এসএসসির ব্যবহারিক পরীক্ষা ২৯ মে থেকে ৪ জুনের মধ্যে শেষ করতে হবে বলেও জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।