ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে চেস ক্লাবের সভাপতি মানস, সম্পাদক মিঠু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মে ১৭, ২০২৩
শাবিপ্রবিতে চেস ক্লাবের সভাপতি মানস, সম্পাদক মিঠু মানস কুমার সাহা ও মেহেদী হাসান মিঠু

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের দাবা খেলায় পারদর্শিতা অর্জনের লক্ষ্য নিয়ে ‘সাস্ট চেস ক্লাব’র যাত্রা শুরু হয়েছে।  

এতে প্রথম কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মানস কুমার সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান মিঠু মনোনীত হয়েছেন।

বুধবার (১৭ মে) দুপুরের দিকে নবকমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিঠু বিষয়টি নিশ্চিত করেন।

কমিটিতে অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. সাজিদ আলম পাটোয়ারী, মো. আফছার রাব্বী, কোষাধ্যক্ষ মো. রাফায়েল কবির নিলয়, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল মোরছালিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক রাফছান জানি রাফি, মো. আজহারুল আনোয়ার, প্রশিক্ষক ফারদিন জাহিন আকাশ, সহকারী প্রশিক্ষক রাকিবুল ইসলাম আকন্দ, অফিস সম্পাদক আবদুল্লাহ হারিস পাশা, সহ-অফিস সম্পাদক সামিন ইয়াসার, পাবলিসিটি অ্যান্ড পাবলিকেশন সম্পাদক উম্মে হাবিবা সুলতানা, সহ- পাবলিসিটি অ্যান্ড পাবলিকেশন সম্পাদক আসমাউল হোছনা ইমা, আইটি অ্যান্ড ডিজাইন সম্পাদক রাফিউল আলম নাহিয়ান, সহ-আইটি অ্যান্ড ডিজাইন সম্পাদক আবরার মাসুদ নাফিজ।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন- সৌভিক সরকার, জান্নাত আরা খানম, সত্যজিৎ ভৌমিক, সৈকত সিংহ, ফখরুজ্জামান ফলিক, মো. ওবায়দুর রহমান মনোনীত হয়েছেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবাড়ুদের খেলার মানোন্নয়নের লক্ষ্যে গত বছর ১৯ অক্টোবর ’সাস্ট চেস ক্লাব’ নামে এ সংগঠনটির যাত্রা শুরু হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।